শুরুতে ফোডেনকে পাচ্ছে না সিটি

নতুন মৌসুমের শুরুর দিকে ফিল ফোডেনকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি। আগে থেকেই চোটে ভুগছেন ইংলিশ এই মিডফিল্ডার। পুরোপুরি সেরে উঠতে তার আরও তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2021, 04:52 PM
Updated : 11 August 2021, 04:52 PM

বুধবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

পায়ের চোটের কারনে গত মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেননি ২১ বছর বয়সী এই ফুটবলার। ছিলেন না সিটির প্রাক মৌসুম প্রস্তুতিতেও। চোট কাটিয়ে ফেরার আগে মিস করবেন প্রিমিয়ার লিগে শুরুর কয়েকটি ম্যাচ।

তবে তিনি আশাবাদী, চোট কাটিয়ে দ্রুতই ফিরবেন মাঠে।

“পায়ে এখনও সামান্য ব্যথা রয়েছে। ইউরো ফাইনালের ঠিক আগে চোটে পড়াটা খুব হতাশার ও দুর্ভাগ্যজনক। আমি জিমে কঠোর পরিশ্রম করছি। দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আমি আশাবাদী।”

“(মাঠে ফিরতে) আরও তিন থেকে চার সপ্তাহ লাগবে। আশা করি, সময়টা দ্রুত কেটে যাবে এবং আমি শীঘ্রই মাঠে ফিরতে পারব।”

আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে পেপ গুয়ার্দিওলার দল।