ম্যাচের ৩ ঘণ্টা আগে ছাঁটাই শেখ জামাল কোচ!

বসুন্ধরা কিংস-শেখ জামাল ম্যাচের বাকি মাত্র ৩ ঘণ্টা। এর মধ্যে ফোন করে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পক্ষ থেকে শফিকুল ইসলাম মানিককে জানিয়ে দেওয়া হলো, কোচ হিসেবে তিনি দাঁড়াতে পারছেন না ডাগআউটে। তাকে বহিষ্কার করা হয়েছে!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 09:44 AM
Updated : 9 August 2021, 11:14 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বেলা ৪টায় মুখোমুখি হবে শেখ জামাল ও বসুন্ধরা কিংস। ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কিংস। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ৩৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

এ ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে কিংসের। চলতি লিগে অস্কার ব্রুসনের দলকে যা একটু চাপে রেখেছিল ‘মানিকের শেখ জামালই’। কিন্তু তাকেই করা হলো বহিষ্কার। বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফুল ইসলাম চুন্নু।

“হ্যাঁ, তাকে কোচের পদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোচকে অব্যাহতি দেওয়ার কারণ জানি না। সিদ্ধান্ত এসেছে ক্লাবের সর্বোচ্চ মহল থেকে। নতুন কোচের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত দায়িত্ব পালন করবেন মোশাররফ হোসেন বাদল।”

কি কারণে ছাঁটাই হতে হলো, তা বুঝে উঠতে পারছেন না এর আগেও একদফা শেখ জামালের দায়িত্বে থাকা মানিক। ২০১৬ সালেও হঠাৎ করেই ৫৩ বছর বয়সী এই কোচকে বিদায় করেছিল শেখ জামাল।

“বেলা ১টায় আমাকে ফোন করে বলা হয়েছে অব্যাহতি দেওয়ার কথা। কারণ হিসেবে কিছু বলেনি তারা। পরে একটা চিঠি পাঠিয়েছে, কিন্তু সেটা আমি খুলেও দেখিনি। আজ এর বেশি বলব না। আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।”

গত চার ম্যাচের মধ্যে সাইফ স্পোর্টিং ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে জিতেছিল শেখ জামাল। তবে লিগ টেবিলের তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে হেরেছিল ৩-১ গোলে। সবশেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে করেছিল ড্র।

আগামী মাসের শুরুতে ভারতে ডুরান্ড কাপে খেলার কথা রয়েছে লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামালের। ২০১৪ সালে ভুটানে কিংস কাপ জেতা দলটি ওই বছরই ভারতের আইএফএ শিল্ডে হয়েছিল রানার্সআপ।