পদক জিতলেই চেহারা দেখানো যাবে ৩০ সেকেন্ড!

অলিম্পিকের মঞ্চে পদক জয়ের পরও বিশেষ মুহূর্তটাকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে রাখা যাচ্ছে না। মাস্কের আড়ালে যে পড়ে থাকছে নিজের হাসিমাখা মুখখানি। এসব ভেবেই বুঝি আন্তর্জাতিক অলিম্পিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পদক জয়ীরা পোডিয়ামে দাঁড়িয়ে ৩০ সেকেন্ডের জন্য মাস্ক খুলতে পারবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 01:06 PM
Updated : 26 July 2021, 01:06 PM

বলার অপেক্ষা রাখে না, অলিম্পিক কমিটির রোববার নেওয়া নতুন এই সিদ্ধান্ত পদক গলায় ঝোলানো অবস্থায় বিজয়ীদের ছবি তোলার জন্যই।

কোভিড-১৯ মহামারীর মাঝে অনেক বাধা-বিপত্তি, সমালোচনা সইয়ে এগিয়ে যাচ্ছে অলিম্পিকের এবারের আসর। প্রতিযোগিতা মাঠে গড়ানোর আগেই অলিম্পিক সংশ্লিষ্ট অনেকের তো বটেই, অ্যাথলেটদের ভিলেজেও করোনাভাইরাস শনাক্ত হওয়ায় কিছুটা হলেও শঙ্কা জেগেছিল শেষ মুহূর্তে আসর ভেস্তে যাওয়ার।

শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে ভীষণ কড়াকড়ি নিয়ম করেছে টোকিও অলিম্পিকস কর্তৃপক্ষ। প্রায় শূন্য গ্যালারিতে চলছে সব প্রতিযোগিতা। স্টাফ, অ্যাথলেট, গণমাধ্যমকর্মী-সবাইকে গেমস ভেন্যুর সব জায়গায়, সবসময় মাস্ক পরে থাকতে হবে।

পোডিয়ামেও ছিল একই নিয়ম; তবে তাতে এবার একটু ছাড় দিল কর্তৃপক্ষ।