জাপানের প্রথম সোনা

জুডোতে টোকিও অলিম্পিকসে স্বাগতিক জাপান পেল প্রথম সোনা, যে খেলার জন্ম এশিয়ার এই দেশেই। পুরুষ ৬০ কেজি ওজনশ্রেণির ফাইনালে তাইওয়ানের ইয়াং ইউং-উয়েইকে হারিয়েছেন নাওহিসা তাকাতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 12:19 PM
Updated : 24 July 2021, 12:19 PM

ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের ইয়েলদস স্মেতোভ ও ফ্রান্সের লুকা এমখাইদজে।

জাপানের মার্শাল আর্টসের প্রাণকেন্দ্র ও কনসার্ট ভেন্যু নিপ্পন বুদোকানে সোনার পদক নিশ্চিত হওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারেননি তাকাতো। অলিম্পিকের মঞ্চে এটাই তার প্রথম সোনার পদক। পাঁচ বছর আগে রিও দে জেনেইরোয় এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।