৪১ বছরে উইম্বলডনের ফাইনালে প্রথম অস্ট্রেলিয়ান নারী বার্টি

উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন আঞ্জেলিক কেরবারকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছেন অ্যাশলি বার্টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 03:01 PM
Updated : 8 July 2021, 03:01 PM

সেন্টার কোর্টে বৃহস্পতিবার নারী এককের প্রথম সেমি-ফাইনালে শুরুটা দুর্দান্ত করেন বার্টি। পরের সেটে কঠিন চ্যালেঞ্জ জানালেও হার এড়াতে পারেননি জার্মান তারকা কেরবার। ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে ফাইনালের টিকেট নিশ্চিত করেন র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড়।

৪১ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন বার্টি। দেশটির সাবেক টেনিস তারকা ইভন গুলাগং কলি তার দুই উইম্বলডন শিরোপার শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে।

দ্বিতীয় সেমি-ফাইনালে আরিনা সাবালেঙ্কা ও কারোলিনা প্লিসকোভার মধ্যে বিজয়ীর বিপক্ষে আগামী শনিবারের শিরোপা লড়াইয়ে নামবেন ২০১৯ সালের ফরাসি ওপেন জয়ী বার্টি।