ফুচসোভিচের যাত্রা থামিয়ে সেমিতে জোকোভিচ

সময়টা দারুণ কাটছিল মার্টন ফুচসোভিচের। ক্যারিয়ারে প্রথমবার উঠেছিলেন গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে। কিন্তু নোভাক জোকোভিচের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারলেন না এই হাঙ্গেরিয়ান। তাকে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। শুরুটা দুর্দান্ত করেন তিনি; ১৯ মিনিটেই এগিয়ে যান ৫-০ গেমে। ওখান থেকে ফুচসোভিচ একটু ঘুরে দাঁড়ালেও ওই সেট হেরে যান ৬-৩ গেমে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2021, 04:59 PM
Updated : 7 July 2021, 05:02 PM

শেষ পর্যন্ত সরাসরি সেটেই জেতেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা তারকা। দুই ঘণ্টা ১৭ মিনিট স্থায়ী ম্যাচে তার জয় ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে।

গ্র্যান্ড স্ল্যামে ৫০তম কোয়ার্টার-ফাইনাল খেলতে নেমে জোকোভিচ গ্রাস কোর্টে শততম জয় পেলেন। আর মেজরে এটি তার ৩১৫তম জয়।

এ বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন জোকোভিচ। গত মাসে ফরাসি ওপেন ছিল তার ১৯তম গ্র্যান্ড স্ল্যাম সাফল্যা। রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড ছোঁয়ার পথে এগিয়ে চলা ৩৪ বছর বয়সী জোকোভিচ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন দশম বাছাই কানাডার দেনিস শাপোভালোভের বিপক্ষে।