‘আর্জেন্টাইনদের মুখে হাসি ফোটাতে লড়ব আমরা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2021 06:36 PM BdST Updated: 06 Jul 2021 06:36 PM BdST
কোপা আমেরিকার গত তিন আসরেই সুযোগ এসেছে দুইবার। কিন্তু হাসি ফোটেনি আর্জেন্টাইনদের মুখে। ২০১৫ ও ২০১৬-দুই আসরের ফাইনালে চিলির বিপক্ষে হারের বিষাদ হয়েছিল সঙ্গী। এবারের আসরেও ফাইনালের পথে এগিয়ে চলা আর্জেন্টিনাকে নিয়ে আত্মবিশ্বাসী রদ্রিগো দে পল। দেশবাসীর মুখে হাসি ফোটানোর লড়াইয়ের জন্য দল প্রস্তুত বলে জানালেন এই মিডফিল্ডার।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তিন জয় ও এক ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা কোয়ার্টার-ফাইনালে একুয়েডরকে উড়িয়ে দেয় ৩-০ গোলে। কলম্বিয়া ধাপ পেরুলেই ঐতিহ্যবাহী মারাকানার মঞ্চে উঠবে তারা। সেখানে অপেক্ষায় স্বাগতিক ব্রাজিল। দে পল অবশ্য জানালেন দলের ভাবনায় আপাতত কলম্বিয়া ম্যাচ।
“ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের। এটা দীর্ঘ পথ। তবে, ফাইনালে ওঠার জন্য এবং আর্জেন্টাইনদেরকে আনন্দ উপহার দেওয়ার যে লক্ষ্য, সেটা পূরণের জন্য আমরা শেষ দিন পর্যন্ত লড়তে প্রস্তুত।”
“আমরা অনুপ্রাণিত এবং আগামীকালের ম্যাচটি কতটা কঠিন হবে, তা জানি। ম্যাচটির জন্য আমরা প্রস্তুত এবং দারুণ শিহরণ অনুভব করছি।”
অধিনায়ক লিওনেল মেসি নিজে করেছেন চার গোল। সতীর্থদের চারটি গোলেও অবদান রেখেছেন। দলের প্রাণভোমরাকে প্রশংসায় ভাসাতে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের প্রসঙ্গ টানলেন দে পল।
“লিও আমাদের চেয়ে একধাপ এগিয়ে। একুয়েডরের বিপক্ষে ম্যাচের প্রথম গোলে, সে আমাকে একা থাকতে দেখল, পাসটা বাড়াল এবং গোলটা করলাম। দলের জয়ে গোলটার অবদান ছিল, এটা আমার জন্য সৌভাগ্যের।”
সর্বাধিক পঠিত
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ডলারের বিপরীতে আরও কমল টাকার মান
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- দুঃস্বপ্নের শুরুর পর বাংলাদেশের স্বপ্নময় দিন
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- মুশফিক-লিটনের কাছে প্রথম ঘণ্টা চান বাংলাদেশ কোচ