টাইব্রেকার জিতবে স্পেন, নিশ্চিত ছিলেন এনরিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2021 11:21 AM BdST Updated: 03 Jul 2021 11:21 AM BdST
টাইব্রেকার মানেই লটারি। প্রচলিত ধারণা এরকম হলেও তা বিশ্বাস করেন না লুইস এনরিকে। এখানেও তিনি দেখেন স্কিল, মানসিকতা এবং ফুটবলীয় কৌশলের সবকিছুই। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলকে সেভাবেই প্রস্তুত করেছিলেন স্পেন কোচ। তাই ম্যাচ যখন গড়াল টাইব্রেকারে, নিজেদের জয় নিয়ে একটুও সংশয় ছিল না তার।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটিতে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায় স্পেন। ৭৭ মিনিটে লাল কার্ডে ফ্রয়লারকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হওয়া সুইসরা চোয়ালবদ্ধ লড়াইয়ে ম্যাচ টেনে নেয় টাইব্রেকারে। কিন্তু সেখানে আর পেরে ওঠেনি।
টাইব্রেকারে স্পেনের শুরুটা যদিও ছিল বাজে। প্রথম শট পোস্টে মারেন তাদের অধিনায়ক সের্হিও বুসকেতস। পরের রদ্রির শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমের। তবে প্রথম শট জালে ঢোকানোর পর আর গোলই করতে পারেনি সুইসরা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্পেন কোচ এনরিকে বললেন, টাইব্রেকারের সময় শান্তই ছিলেন তিনি।
“লোকে বলে পেনাল্টি হলো লটারি, আদতে তা একটুও নয়। এখানে সবকিছুই আছে-ফিটনেস, চাপ জয় করার ক্ষমতা, গোলকিপারদের পারফরম্যান্স…। কোচদের হাতে তখন কিছু থাকে না, তবে জিততে পারলে অনুভূতি দারুণ হয়।”
“আমার অভিজ্ঞতায় সবচেয়ে ধীরস্থির পেনাল্টি শুট আউট ছিল এটি, কারণ আমরা সব হোমওয়ার্ক করেছি, প্রস্তুতি নিয়েছি এবং কোচিং স্টাফদের করার কিছু বাকি ছিল না। গোলকিপার উনাই সিমোনের ওপর দারুণ আস্থা ছিল আমাদের। বাকিটায় আমাদের কিছু করার ছিল না। স্রেফ দেখা আর ফল মেনে নেওয়া ছাড়া।”
সুইস-বাধা উতরানোর পর সেমি-ফাইনালে স্পেনের সামনে আসছে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ছুটতে থাকা ইতালি। তবে স্পেন কোচ ছবি আঁকছেন ফাইনালের।
“শুরু থেকেই আমি বলছি যে অন্তত সাত-আটটি দলের এই টুর্নামেন্ট জয়ের সামর্থ্য আছে। মোটেও বাড়িয়ে বলিনি তা। এখন বাকি আছে চারটি দল, দারুণ ব্যাপার তা। আমাদের মনোযোগ এখন পুরোপুরি ফাইনালে ওঠার দিকে।”
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ