পরিসংখ্যানে উরুগুয়ে-প্যারাগুয়ে ম্যাচ

কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে উরুগুয়ের অপরাজেয় যাত্রা আরও দীর্ঘ হয়েছে। সোমবার এদিনসন কাভানির একমাত্র গোলে দলটিকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে উরুগুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2021, 01:51 PM
Updated : 29 June 2021, 01:51 PM

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে কোপা আমেরিকার সফলতম দলটি। ৬ পয়েন্ট নিয়ে তিনে প্যারাগুয়ে। ৫ পয়েন্ট তাদের পরে রয়েছে চিলি।

ম্যাচটির ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য।

>> কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ১৬ ম্যাচে অপরাজিত রইল উরুগুয়ে (১০ জয়, ৬ ড্র)। আর সব প্রতিযোগিতা মিলিয়ে দলটিকে টানা ৪ ম্যাচে হারাল উরুগুয়ে।

>> কোপা আমেরিকায় শেষ সাত ম্যাচে (২ জয়, ২ ড্র, ৩ পরাজয়) এক গোলের বেশি হজম করেনি প্যারাগুয়ে। প্রতিযোগিতাটিতে সবশেষ দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে তারা একাধিক গোল খেয়েছিল ২০১৬ আসরে; কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল ২-১ গোলে।

>> দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে কোপা আমেরিকায় টানা তিন ম্যাচে জালের দেখা পেল উরুগুয়ে (২ জয়, ১ ড্র)। ২০১১ সালের পর যা প্রথম। ২০০৭ থেকে ২০১১ সালে টানা সাত ম্যাচে (৩ জয়, ৪ ড্র) এই প্রতিযোগিতায় দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে গোল করেছিল তারা।

>> উরুগুয়ের বিপক্ষে বিরতির আগে গোলে কোনো শট নিতে পারেনি প্যারাগুয়ে। ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে ৪-১ গোলে জেতা ম্যাচের পর প্রতিযোগিতাটিতে প্রথমবারের মতো প্রথমার্ধে প্রতিপক্ষকে গোলে শট নিতে দেয়নি উরুগুয়ে। 

>> প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে গোলের উদ্দেশে ১৮টি শট নিয়েছে উরুগুয়ে। ২০১১ সালের পর থেকে কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ। এই আসরেই বলিভিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২২ শট নিয়েছিল তারা। মাঝে অবশ্য ২০১৯ আসরে জাপানের বিপক্ষে ২৯ ও ২০১১ আসরে মেক্সিকোর বিপক্ষে ২২ শট নিয়েছিল উরুগুয়ে।