ফেলিপের জায়গায় ওরচিসকে ডাকলেন ব্রাজিল কোচ

কোপা আমেরিকার চলতি আসরে এখনও খেলা হয়নি এক ম্যাচও। সামনেও খেলতে পারবেন না ফেলিপে। হাঁটুর চোটে পুরো আসর থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 11:11 AM
Updated : 27 June 2021, 12:31 PM

ফেলিপের জায়গায় লিও ওরচিসকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। ২৫ বছর বয়সী ডিফেন্ডার খেলেন ব্রাজিলের শীর্ষ লিগের দল ব্রাগানচিনোয়।

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে দলে সুযোগ আসেনি ফেলিপের। তবে প্রতি ম্যাচে শুরুর একাদশ পরিবর্তনের যে ধারায় চলছিলেন তিতে, তাতে সামনে সুযোগ আসার সম্ভাবনা ছিল আতলেতিকো মাদ্রিদের এই খেলোয়াড়ের। কিন্তু চোটে এখন সব শেষ।

লিও ওরচিস। ছবি: টুইটার।

অনুশীলনের সময় হাঁটুতে চোট পান ফেলিপে। শুরুতে তেমন গুরুতর মনে করা না হলেও শেষ পর্যন্ত আসরের পথচলাই শেষ হয়ে গেল এই ডিফেন্ডারের।

লা লিগার ২০২০-২১ মৌসুমের শুরুতেও ফেলিপেকে না পাওয়ার প্রবল অনিশ্চয়তা রয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। ৪ ম্যাচ খেলা কলম্বিয়া একটি করে জয়-ড্র ও দুটি হারে ৪ পয়েন্ট নিয়ে এখন আছে দুইয়ে।

৩ ম্যাচ খেলা পেরু একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে। এক ম্যাচ করে ড্র করা একুয়েডর ও ভেনেজুয়েলা ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে আছে চারে ও পাঁচে।