রোনালদোর আরেকটি ইতিহাস

নিখুঁত স্পট কিকে লক্ষ্যভেদ করেই ট্রেডমার্ক উদযাপনে মাতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফ্রান্সের জালে বল পাঠিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করলেন এই পর্তুগিজ তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 08:14 PM
Updated : 23 June 2021, 10:00 PM

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বুধবার রাতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। ফরাসি গোলরক্ষক উগো লরিস পাঞ্চ করে বল ফেরাতে গিয়ে দানিলো পেরেইরার মুখে আঘাত করলে পেনাল্টিটি পেয়েছিল পর্তুগাল।

বিশ্বকাপে এই তারকা ফরোয়ার্ডের গোল ৭টি; বাকি ১৩টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

এই তালিকায় ১৯ গোল নিয়ে রোনালদোর পেছনে জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসা। পরের দুজনও জার্মান। কিংবদন্তি জার্ড মুলার (১৮ গোল) ও ইয়ুর্গেন ক্লিন্সমান (১৫)। ১৪ গোল নিয়ে পঞ্চম স্থানে ফরাসি গ্রেট মিশেল প্লাতিনি।

এবারের ইউরোয় রোনালদোর গোল হলো চারটি, এখন পর্যন্ত যা সর্বোচ্চ। ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। পর্তুগালের হয়ে তার মোট গোল ১০৮টি। আর একটি হলেই ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করবেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।