বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে হাঙ্গেরির চমক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2021 08:58 PM BdST Updated: 20 Jun 2021 01:31 AM BdST
প্রথম ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত শিরোপাধারী পর্তুগালকে আটকে রেখে শেষ সময়ে পথ হারিয়ে হাতছাড়া হয়েছিল পয়েন্ট। এবার আরও দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরল হাঙ্গেরি, ভয়ডরহীন পারফরম্যান্সে জন্ম দিল আসরের অন্যতম সেরা অঘটন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আটকে দিয়ে তুলে নিল মূল্যবান একটি পয়েন্ট।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আতিলা ফিওলার গোলে অনেকটা সময় এগিয়ে থেকে হয়তো আরও বড় কিছুর স্বপ্নই দেখতে শুরু করেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়ানো ফ্রান্স হার এড়ায় অঁতোয়ান গ্রিজমানের গোলে।
পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৫টি শট নেয় ফ্রান্স, লক্ষ্যে ছিল ৪টি। বিপরীতে হাঙ্গেরির ৫ শটের ৩টি লক্ষ্যে ছিল।


তিন মিনিট পর ভালো একটি সুযোগ পান কিলিয়ান এমবাপে। লুকাস দিনিয়ের দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত পিএসজি তারকা। ৩১তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন বেনজেমা। ডি-বক্সে এমবাপের ফ্লিকে ওয়ান-অন-ওয়ানে ভলিতে বল বাইরে মারেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।
প্রথমার্ধের যোগ করা সময়ে দুবারের বিশ্বকাপ জয়ীদের চমকে দিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠে বাঁজামাঁ পাভার্দের ভুলে বল পেয়ে ফিওলা হেডে বাড়ান রোলান্দ সালাইকে। তার পাস পেয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ৩১ বছর বয়সী ডিফেন্ডার। পেছনে ছুটে যাওয়া রাফায়েল ভারানে পারেননি তাকে আটকাতে।

সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ আর ৫২৭ মিনিট পর গোল হজম করল ফ্রান্স।
৫৭তম মিনিটে আদ্রিওঁ রাবিওকে তুলে উসমান দেম্বেলেকে মাঠে নামান ফ্রান্স কোচ। দুই মিনিট পর বার্সেলোনার এই ফরোয়ার্ডের শট লাগে পোস্টে।

তিন মিনিট পর এই বার্সেলোনা ফরোয়ার্ডের ফ্রি কিকে ডাইভিং ভলিতে চেষ্টা করেছিলেন এমবাপে, কিন্তু লক্ষ্যে থাকেনি। ৮২তম মিনিটে তরুণ এই ফরোয়ার্ডের শট ঠেকান গোলরক্ষক। যোগ করা সময়ে সুযোগ এসেছিল ভারানের সামনে। তার হেড যায় বাইরে দিয়ে।

শেষ রাউন্ডে আগামী বুধবার বুদাপেস্টে শিরোপাধারী পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। একই সময়ে মিউনিখে জার্মানির বিপক্ষে খেলবে হাঙ্গেরি।
-
হালেপের বিদায়, ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও জাবের
-
আরও লম্বা সময়ের জন্য গোমেজকে পেয়ে খুশি ক্লপ
-
লেভানদোভস্কির ব্যাপারে বায়ার্নের 'হ্যাঁ’ শোনার আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
দুই ম্যাচের অবিশ্বাস্য স্কোরলাইন, ৯৫-০ ও ৯১-১!
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’