ইপিএলের বর্ষসেরা দলে সিটির আধিপত্য

২০২০-২১ মৌসুমে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলে আধিপত্য চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। ইতিহাদ স্টেডিয়ামের দলটির সর্বোচ্চ ছয় জন জায়গা পেয়েছেন একাদশে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2021, 10:27 AM
Updated : 5 June 2021, 10:27 AM

পেপ গুয়ার্দিওলার দল থেকে নির্বাচিত খেলোয়াড়রা হলেন-গোলরক্ষক এদেরসন, জোয়াও কানসেলো, জন স্টোনস, রুবেন দিয়াস, কেভিন ডে ব্রুইনে ও ইলকাই গিনদোয়ান।

টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন ও লিভারপুলের মোহামেদ সালাহর জায়গা হলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী চেলসির কেউ দলে নেই।

সিটির প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফিল ফোডেনও জায়গা পাননি দলে। সদ্য শেষ হওয়া মৌসুমে ২১ বছর বয়সী এই মিডফিল্ডার সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ৫০ ম্যাচ।

একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই বছর দলে জায়গা ধরে রেখেছেন গতবার পিএফএ-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।

পিফএ বর্ষসেরা দল: এদেরসন (ম্যানচেস্টার সিটি), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), রুবেন দিয়াস (ম্যানচেষ্টার সিটি), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), ইলকাই গিনদোয়ান (ম্যানচেস্টার সিটি), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মোহামেদ সালাহ (লিভারপুল), সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার)।