গণমাধ্যম বয়কট: নিষিদ্ধ হতে পারেন ওসাকা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2021 10:58 PM BdST Updated: 30 May 2021 11:20 PM BdST
-
নাওমি ওসাকা
ফরাসি ওপেনে অম্লমধুর এক দিন কাটালেন নাওমি ওসাকা। জয় দিয়ে শুরু করেছেন আসর। কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলন বয়কট করায় জরিমানা করা হয়েছে জাপানের এই টেনিস তারকাকে। এমন কাজ আবার করলে টুর্নামেন্ট থেকে তাকে বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্লে-কোর্টের গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনী দিন রোববার রোমানিয়ার পাত্রিচিয়া মারিয়া চিগকে ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারান ওসাকা। এরপরই বাধান বিপত্তি, পূর্ব ঘোষণা অনুযাযী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি তিনি।
পরে গ্র্যান্ড স্ল্যামের আয়োজকরা এক বিবৃতিতে মেয়েদের র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড়কে ১৫ হাজার ডলার জরিমানা করার কথা জানায়। টুর্নামেন্ট চলাকালীন আবার গণমাধ্যম বয়কট করলে আসর থেকে তো বটেই, ভবিষ্যতে অন্য গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টেও তাকে নিষিদ্ধ করা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা গত সপ্তাহে বলেছিলেন, মানসিক চাপ এড়াতে ফরাসি ওপেন চলাকালীন তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন না।
প্রথম দিন পুরুষ এককে অঘটনের শিকার হয়েছেন রোলাঁ গাঁরোয় দুইবারের রানার্সআপ ও গত ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক টিম। প্রথম দুই সেট জিতে সহজ জয়ের সম্ভাবনা জাগান তিনি। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এই অস্ট্রিয়ানকে হারিয়ে দেন স্পেনের পাবলো আন্দুজার। পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৬, ৫-৭, ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে জেতেন ৩৫ বছর বয়সী পাবলো।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’