মিয়াঁকে দলে টানল এসি মিলান

লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিল থেকে গোলরক্ষক মাইক মিয়াঁকে দলে টেনেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 02:42 PM
Updated : 28 May 2021, 02:42 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার ২৫ বছর বয়সী এই ফরাসিকে দলে নেওয়ার ঘোষণা দেয় সেরি আর দলটি। চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

পিএসজির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে এবারের লিগ ওয়ান শিরোপা জেতে লিল। দলটির সফল অভিযানে প্রতিটি মিনিট মাঠে ছিলেন মিয়াঁ। নতুন ঠিকানায় ১৬ নম্বর জার্সিতে দেখা যাবে তাকে।

ইতালিয়ান দলটিতে বিদায়ী গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার স্থলাভিষিক্ত হবেন মিয়াঁ। আগামী মাসে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে দল ছাড়বেন ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা।

সেরি আয় দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করা মিলান আট বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগে।

পিএসজির যুব দলে বেড়ে ওঠা মিয়াঁ ২০১৫ সালে লিলে যোগ দেন। দলটির হয়ে তিনি খেলেছেন ১৮০ ম্যাচ।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত এক ম্যাচ খেলা (২০২০ সালের অক্টোবরে) মিয়াঁকে ২০২০ ইউরোর ফ্রান্স দলে রেখেছেন কোচ দিদিয়ে দেশম।