জিদানের রিয়াল ছাড়ার খবর স্পেনের সংবাদমাধ্যমে

গত কিছুদিনের গুঞ্জণগুলোর এখন কেবল আনুষ্ঠানিক রূপ নেওয়ার অপেক্ষা। স্পেনের সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ক্লাবকে জানিয়ে দিয়েছেন জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 04:45 AM
Updated : 27 May 2021, 04:45 AM

স্প্যানিশ পত্রিকা এএস জানায়, রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় দফার দায়িত্বে ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জিদান। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যে কোনো সময়।

বুধবার রাতে ইতালির ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর টুইট থেকে প্রথম এই খবর ছড়িয়ে পড়ে। পরে আরও অনেক সংবাদমাধ্যম জানায়, ক্লাব পরিচালক ও ফুটবলারদের নিজের সিদ্ধান্তের কথা জিদান জানিয়ে দিয়েছেন।

রিয়ালের কোচ হিসেবে ২০১৫ সাল থেকে দুই দফার দায়িত্বে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগ শিরোপা জিতেছেন জিদান।

শেষ দিনে শেষ ম্যাচের নাটকীয়তায় এবার লিগ শিরোপা পায়নি রিয়াল। আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পেছনে থেকে তারা লিগ শেষ করে দুইয়ে থেকে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় সেমি-ফাইনালে। ১১ বছরের মধ্যে প্রথমবার ট্রফিবিহীন মৌসুম এবার ক্লাবের।

তবে মৌসুমজুড়ে অসংখ্য চোট-অসুস্থতা ও গুরুত্বপূর্ণ ফুটবলারদের না পেয়েও রিয়াল যেভাবে লড়েছে, তাতে জিদাদের কোচিংয়ের প্রশংসাও হয়েছে এবার তুমুল।