আতলেতিকোতেই থাকছেন সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2021 03:36 PM BdST Updated: 24 May 2021 03:36 PM BdST
-
লা লিগার ট্রফি হাতে সতীর্থদের সঙ্গে লুইস সুয়ারেস
বার্সেলোনা থেকে বাজেভাবে বিদায়ের পর তাকে বুকে টেনে নিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সাত বছর পর এবার দলটির লা লিগা শিরোপা জয়ে লুইস সুয়ারেস রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। উরুগুয়ের অভিজ্ঞ এই ফরোয়ার্ড জানালেন, আগামী মৌসুমে মাদ্রিদের দলটির হয়েই খেলা চালিয়ে যেতে চান তিনি।
বার্সেলোনা ছাড়তে চাননি সুয়ারেস। খুব করে চেয়েছিলেন প্রিয় আঙিনায় থেকে যেতে। কাম্প নউয়ের দলটিতে প্রয়োজনে বদলি হিসেবে খেলতেও রাজি ছিলেন। কিন্তু কোনো কিছুতেই কোচ রোনাল্ড কুমানের পরিকল্পনায় জায়গা মেলেনি তার। গত বছরের সেপ্টেম্বরে দুই বছরের চুক্তিতে পাড়ি জমান আতলেতিকোয়।
রিয়াল ভাইয়াদলিদের মাঠে গত শনিবার শেষ রাউন্ডে ২-১ গোলে জিতে ২০১৩-১৪ মৌসুমের পর লিগে চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো। জয়সূচক গোলটি আসে সুয়ারেসের পা থেকেই। ২১ গোল করে লিগে চ্যাম্পিয়নদের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
ইএসপিএনের খবর, তার চুক্তির একটি ধারা অনুযায়ী এই গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারবেন সুয়ারেস। তবে রোববার মুভিস্টার প্লাসকে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় জানান, আগামী মৌসুমে আতলেতিকোতেই থাকতে চান তিনি।
“হ্যাঁ, নিশ্চিত (আমি থাকব)। এখানে আসার মুহূর্ত থেকে আতলেতিকো আমাকে স্বাগত জানিয়েছে... ক্লাবকে আমি জিজ্ঞেস করেছি, আতলেতিকোতে ইতিহাস গড়তে আমার জন্য জায়গা আছে কিনা।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন