রোনালদোকে নিয়ে পূর্ণ শক্তির পর্তুগাল দল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2021 06:35 PM BdST Updated: 21 May 2021 06:36 PM BdST
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পোর্তিং লিসবনের তরুণ ফরোয়ার্ড পেদ্রো গনসালভেস।
আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদোর নেতৃত্বে বৃহস্পতিবার ঘোষিত ২৬ সদস্যের দলে পরিচিত মুখদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস, আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, লিভারপুলের স্ট্রাইকার দিয়োগো জটা।
রক্ষণভাগে আছেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস ও জোয়াও কানসেলোর মতো খেলোয়াড়। এই মৌসুমে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার ও লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা দিয়াস ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
অভিজ্ঞ সেন্টার-ব্যাক পেপেও আছেন দলে। যদিও গত বছরের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
মৌসুমে ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ২২ বছর বয়সী গনসালভেস। স্পোর্তিংয়ের হয়ে পর্তুগিজ লিগে সর্বোচ্চ ২৩ গোল করেন তিনি। ২০০২ সালের পর প্রথমবার লিগ শিরোপা জেতে দলটি।
ইউরোর এবারের আসর মূলত হওয়ার কথা ছিল গত বছর। তবে করোনাভাইরাসের প্রকোপে এক বছর পিছিয়ে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।
এফ’ গ্রুপে পর্তুগালের সঙ্গী বাকি তিন দল হলো-ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি।
পর্তুগাল দল:
গোলরক্ষক: অঁতনি লোপেস (লিওঁ), রুই পাত্রিসিও (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রুই সিলভা (গ্রানাদা)
ডিফেন্ডার: জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), জোসে ফন্তে (লিল), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), নুনো মেন্দেস (স্পোর্তিং), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)
মিডফিল্ডার: দানিলো পেরেইরা (পিএসজি), জোয়াও পালিনিয়া (স্পোর্তিং), রুবেন নেভেস (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও মৌতিনিয়ো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রেনাতো সানচেস (লিল), সের্জিও অলিভেইরা (পোর্তো), উইলিয়ামস কারবাইয়ো (রিয়াল বেতিস)
ফরোয়ার্ড: পেদ্রো গনসালভেস (স্পোর্তিং), আন্দ্রে সিলভা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ানো রোনালদো (ইউভেন্তুস), দিয়োগো জটা (লিভারপুল), গনসালো গেদেস (ভালেন্সিয়া), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রাফা সিলভা (বেনফিকা)।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া