অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। মোহামেদ সালাহর গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর অসংখ্য সুযোগ নষ্ট করে লিভারপুল। পরে যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা টানেন জো উইলক।
এবারের লিগে নিউক্যাসলের বিপক্ষে দুবারই পয়েন্ট হারাল লিভারপুল। প্রথম দেখায় গত ডিসেম্বরে দলটির মাঠে গোলশূন্য ড্র করেছিল গতবারের চ্যাম্পিয়নরা।
মৌসুম জুড়ে বারবার পথ হারানো লিভারপুল টানা তিন জয়ের পর এই নিয়ে টানা দুই ম্যাচে হোঁচট খেল। গত সপ্তাহে তারা লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ ড্র করেছিল।
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াও ক্লপের দলের জন্য হয়ে উঠল আরও কঠিন।
৩৩ ম্যাচে ১৫ জয় ও নয় ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে লিভারপুল। এক ম্যাচ কম খেলে চার ও পাঁচে থাকা যথাক্রমে চেলসি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের পয়েন্ট সমান ৫৫ করে।
ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর গোলদাতা মোহামেদ সালাহকে ঘিরে লিভারপুল ফুটবলারদের উল্লাস।
২০তম মিনিটে শনের নিচু শট ঝাঁপিয়ে ফিরিয়ে ব্যবধান ধরে রাখেন আলিসন। ৩৬তম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে ব্যবধান দ্বিগুণ করতে পারেননি সালাহ।
৫৫তম মিনিটে আলিসনকে একা পেয়েছিলেন জয়েলিন্টন। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট রুখে দেন আলিসন। বাকি সময়ে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া হয় লিভারপুলের।
এর দুই মিনিট পর আবারও লিভারপুলের জালে বল এবং উচ্ছ্বাসে ভাসে সফরকারীরা। ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে সমতা টানেন বদলি নামা উইলক।
৩৩ ম্যাচে নয়টি করে জয় ও ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে নিউক্যাসল।
সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা ১১ পয়েন্টে এগিয়ে। এক ম্যাচ কম খেলেছে ইউনাইটেড।