নতুনদের সঙ্গে বোঝাপড়ায় সমস্যা হবে না, বিশ্বাস জনির
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2021 07:11 PM BdST Updated: 15 Mar 2021 07:26 PM BdST
-
অনুশীলনে বাংলাদেশ দল
নিজে চোট কাটিয়ে ফিরেছেন দীর্ঘদিন পর। ক্যাম্পের অনুশীলনে পাচ্ছেন না পুরনো অনেক সতীর্থকে। বরং সেখানে নতুনের ছড়াছড়ি। তবে মাশুক মিয়া জনির বিশ্বাস, দলে যত পরিবর্তনই আসুক, তাদের মধ্যে বোঝাপড়ার কমতি হবে না।
নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। ভারতে থাকায় জামাল ভূইয়া ছাড়া ৩০ জন সেরেছেন দুই বেলা অনুশীলন।
পাঁচ নতুন মুখের মধ্যে রিমন হোসেন বসুন্ধরা কিংসে জনির সতীর্থ। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগকে লিগে পেয়েছেন প্রতিপক্ষ হিসেবে।
২০১৯ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জনি। লম্বা বিরতি দিয়ে এবার ফিরলেন জাতীয় দলে। নতুন ও পুরান সতীর্থদের সঙ্গে প্রথম দিনের অনুশীলনে ভালোই লেগেছে তার।
“প্রায় ১৯ মাস পর দলে ফিরলাম। অনুশীলন করলাম। বেশ ভালো লাগছে। সবাই তো পরিচিত খেলোয়াড়। কেউ জাতীয় দলে ছিল, তাদের সঙ্গে বোঝাপড়া আগে থেকেই আছে। সব মিলিয়ে ভালো লাগছে।”
“নতুন যারা ডাক পেয়েছে, তারা লিগে ভালো করেই জায়গা পেয়েছে। এবং ওদের সঙ্গে আমরা লিগে খেলেছি। এখন জাতীয় দলে একসঙ্গে খেলব। নতুন যে পাঁচজন এসেছে, তাদের সঙ্গে বোঝাপড়া ঠিকঠাকই হবে। খুব একটা পার্থক্য হবে না, যেহেতু আমরা একসঙ্গে অনুশীলন করছি।”
নেপালের প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে কোচ জেমির ডের সুরে সুর মেলালেন জনি। তিনিও এ আসরকে দেখছেন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির মঞ্চ হিসেবে।
“নেপাল ও আমাদের আবহাওয়া প্রায় একই থাকে। ওখানে আমরা এক সপ্তাহ আগে যাব, ফলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব। সমস্যা হবে না। আমাদের লক্ষ্য ভালো পারফর্ম করা। এটা প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে যাবে, কেননা, সামনে আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা