ইউরোর পর জার্মানির দায়িত্ব ছাড়বেন লুভ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইওয়াখিম লুভ। আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2021, 11:04 AM
Updated : 9 March 2021, 11:04 AM

এক বিবৃতিতে মঙ্গলবার এই ঘোষণা দেন ২০০৬ সাল থেকে দলটির দায়িত্বে থাকা লুভ। ৬১ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত।

লুভের কোচিংয়ে জার্মানি ২০১৪ বিশ্বকাপ জিতলেও গত কয়েক বছরে দলটির পারফরম্যান্স ভালো নয়। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর থেকে নিজেদের খুঁজে ফিরছে তারা।

অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে জানান লুভ।