দ্বিতীয়ার্ধের এই রিয়ালকে চান জিদান

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। শেষ দিকের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে মূল্যবান পয়েন্ট নিয়ে ফেরে চ্যাম্পিয়নরা। দলের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি জিনেদিন জিদান। সামনেও শিষ্যদের এমনটাই দেখতে চান এই ফরাসি কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2021, 09:23 AM
Updated : 8 March 2021, 09:23 AM

ওয়ান্দা মেত্রোপলিতানোয় রোববার লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পঞ্চদশ মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সমতা টানেন চোট কাটিয়ে ফেরা করিম বেনজেমা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্টির কথা জানান জিদান।

“প্রথমার্ধে ওরা ভালো খেলেছে, দ্বিতীয়ার্ধে আমরা। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত দ্বিতীয়ার্ধ, যেমনটা আজ আমরা খেলেছি।”

শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লেও হাল ছাড়তে রাজি নন রিয়াল কোচ। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

“আমাদের লক্ষ্য লড়াই চালিয়ে যাওয়া। জানি এখনও দীর্ঘ পথ বাকি আছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যেতে চাই। পরিস্থিতি পরিবর্তন হতে পারে।”

“জানি আমরা উন্নতি করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলেছি।”

২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আতলেতিকো। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।