লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার

প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমের প্রথম ধাপের ১২ রাউন্ডের খেলা শেষ হলো রোববার। দ্বিতীয় ধাপের বাকি ১২ রাউন্ডের খেলার সূচি এখনও দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি। তবে সোমবার থেকে দ্বিতীয় ধাপের জন্য ক্লাবগুলোকে দলবদলের অনুমতি দিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2021, 01:15 PM
Updated : 7 March 2021, 01:28 PM

বাফুফে ভবনে রোববার পেশাদার লিগ কমিটির বৈঠকে স্বাধীনতা কাপ, অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।

আগামী ‍সোমবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর দ্বিতীয় ধাপের খেলোয়াড় নিবন্ধন চলবে। দ্বিতীয় ধাপের খেলা শুরুর দিনক্ষণ নির্ধারিত না হলেও আগামী জুলাইয়ের মধ্যে চলতি লিগ শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

লিগ শেষের পর মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। সবশেষ ২০১৮ সালে এ প্রতিযোগিতা হয়েছিল; সেবার শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস।

আগামী অগাস্ট থেকে বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ শুরুর সিদ্ধান্তও নিয়েছে পেশাদার লিগ কমিটি।

১২ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেষ জামাল ধানমণ্ডি ক্লাব। ২৫ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড তৃতীয় ও ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং।

২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র রয়েছে পঞ্চম স্থানে। হার দিয়ে প্রথম ধাপের খেলা শেষ করা মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।

প্রিমিয়ার লিগ ২০২০-২১ (প্রথম ধাপের পয়েন্ট টেবিল)

দল

ম্যাচ

জয়

ড্র

হার

গোল দেওয়া

গোল খাওয়া

গোল পার্থক্য

পয়েন্ট

বসুন্ধরা কিংস

১২

১১

৩২

+২৭

৩৪

শেখ জামাল

১২

৩১

১৬

+১৫

২৬

আবাহনী

১২

২৩

১২

+১১

২৫

সাইফ স্পোর্টিং

১২

২৩

১৬

+৭

২২

শেখ রাসেল

১২

২০

১৫

+৫

২০

মোহামেডান

১২

১৭

১৪

+৩

১৯

চট্টগ্রাম আবাহনী

১২

১৪

১১

+৩

১৯

রহমতগঞ্জ

১২

১২

১৪

-২

১৩

বাংলাদেশ পুলিশ

১২

১৪

২২

-৮

১২

উত্তর বারিধারা

১২

১৯

২৫

-৬

মুক্তিযোদ্ধা সংসদ

১২

১৭

-১০

ব্রাদার্স ইউনিয়ন

১২

১২

২৫

-১৩

আরামবাগ

১২

১১

১১

৪৩

-৩২