আবারও মাঠের বাইরে পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2021 11:00 PM BdST Updated: 04 Mar 2021 11:00 PM BdST
চোট কাটিয়ে সবে ফিরেছিলেন মাঠে। কিন্তু হাঁটুর চোটে আবারও ছিটকে গেছেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে।
কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে বুধবার সেভিয়ার বিপক্ষে পিকের যোগ করা সময়ের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার পর ৩-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। সেভিয়ার মাঠে ২-০ গোলে হারা কাতালান দলটি দুই লেগ মিলে ৩-২ ব্যবধানের জয়ে ওঠে ফাইনালে।
পরদিন এক বিবৃতিতে পিকের ডান হাঁটুর লিগামেন্টে চোটের কথা জানায় বার্সেলোনা। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।
হাঁটুর চোটে প্রায় তিন মাস বাইরে থাকার পর গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচ দিয়ে ফেরেন তিনি। এই মৌসুমে সব মিলে খেলতে পেরেছেন কেবল ১৫ ম্যাচ। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, এ যাত্রায় আরও তিন সপ্তাহ বাইরে কাটাতে হবে তাকে।
শেষ ষোলোর ফিরতি লেগে আগামী বুধবার পিএসজির মাঠে খেলতে যাবে রোনাল্ড কুমানের দল। শেষ আটে উঠতে হলে তাদের জিততে হবে অন্তত ৪-০ গোলে।
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- টি-টোয়েন্টির চূড়া থেকে এক ধাপ দূরে বাবর
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন