জমজমাট ম্যাচে বসুন্ধরা কিংসের দারুণ জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2021 06:49 PM BdST Updated: 20 Feb 2021 09:30 PM BdST
শুরুর দিকেই এগিয়ে গেল সাইফ স্পোর্টিং, ফেডারেশন কাপে হারের প্রতিশোধের ইঙ্গিত? কিন্তু বসুন্ধরা কিংসও তো হাল ছাড়ার নয়! দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা ফিরিয়ে দিল জোড়া গোল। শেষ দিকে পেনাল্টি ফিরিয়ে আনিসুর রহমান জিকো হয়ে উঠলেন ত্রাণকর্তা। জমজমাট ম্যাচে প্রিমিয়ার লিগে অজেয় যাত্রা ধরে রাখার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা।
২-১ গোলের এই জয়ে আরও মজবুত হলো বসুন্ধরা কিংসের শীর্ষস্থান। ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট অস্কার ব্রুসনের দলের।
তৌহিদুল আলম সবুজের হেডে সমতায় ফেরার পর বসুন্ধরাকে এগিয়ে দেয় রবসন দি সিলভা রবিনিয়োর দুর্দান্ত শট। এটিই শেষ পর্যন্ত হয়ে থাকে দুই দলের ব্যবধান।
পয়েন্ট টেবিলে সাইফ স্পোর্টিংয়ের চিত্র এই ম্যাচের মতোই বির্বণ। এটি তাদের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ হার। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে।
দুই দলের সবশেষ দেখায় ফেডারেশন কাপের ফাইনালে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচের একাদশ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রবিনিয়োর কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে যায়। নষ্ট হয় বসুন্ধরা কিংসের এগিয়ে যাওয়ার প্রথম ভালো সুযোগটি।
অষ্টাদশ মিনিটে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ফয়সাল আহমেদ ফাহিমের লং পাস হেডে একটু এগিয়ে নিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন জন ওকোলি। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডার ইয়াসিন খানকে ছিটকে দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।

২৯তম মিনিটে মিডফিল্ডার আলমগীর কবির রানাকে তুলে নিয়ে ফরোয়ার্ড মতিন মিয়াকে নামান বসুন্ধরা কিংস কোচ। পাঁচ মিনিট পর সবুজের গোলে সমতায় ফিরে দলটি।
খালিদ শাফিইয়ের থ্রো ইন এক ডিফেন্ডার হেডে ফেরানোর পর রবিনিয়োর শট আটকান গোলরক্ষক সাইফুল ইসলাম, কিন্তু বল গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা সবুজ ফিরতি হেডে জাল খুঁজে নেন।
দুই মিনিট পর রবিনিয়োর দুর্দান্ত গোলে এগিয়ে যায় লিগের শিরোপাধারীরা। প্রায় ৩৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বুলেট গতির শট বাঁক খেয়ে জালে জড়ায়। লাফিয়ে উঠেও নাগাল পাননি গোলরক্ষক সাইফুল।
৫৩তম মিনিটে বসুন্ধরার চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরার হেড ওপরের জাল কাঁপায়। একটু পর সাইফ স্পোর্টিংয়ের ইকেচুকু কেনেথের শট আটকান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
৬৯তম মিনিটে ডি-বক্সে লাফিয়ে উঠে বলের নিয়ন্ত্রণ নিতে যাওয়া শাফিইয়ের হাতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন তোলে সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড়রা। তাতে মেলেনি রেফারির সাড়া।
৮২তম মিনিটে ওকোলিকে বিশ্বনাথ ঘোষ ফাউল করলে পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং। কেনেথের শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে বসুন্ধরা কিংসকে জয়ের পথে রাখেন জিকো।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন