রবিনিয়ো ও বেসেরার হ্যাটট্রিকে বসুন্ধরা কিংসের বিশাল জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2021 05:35 PM BdST Updated: 16 Feb 2021 05:35 PM BdST
-
.ফাইল ছবি
একইসঙ্গে জ্বলে উঠলেন আক্রমণভাগের দুই তারকা রবসন দি সিলভা রবিনিয়ো ও রাউল বেসেরা। হ্যাটট্রিক করলেন দুজনই। আরামবাগ ক্রীড়া সংঘকে গোল বন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল বসুন্ধরা কিংস।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মঙ্গলবার ৬-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। নয় ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্কার ব্রুসনের দল।
আরামবাগের হতাশার বোঝা হলো আরও ভারি। টানা আট ম্যাচ হারা দলটি এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা। লিগ টেবিলেও আছে তলানিতে।
আগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ড্র করা বসুন্ধরা কিংস তৃতীয় মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই এগিয়ে যায়। ডান দিকের বাইলাইন থেকে তৌহিদুল আলম সবুজের ক্রসে বেসেরার হেড চোখের পলকে জাল খুঁজে নেয়।
আরামবাগ সমতায় ফিরে অষ্টাদশ মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে কিছুটা এগিয়ে আরাফাত মিয়া পাস বাড়ান বাঁ দিকে থাকা নিহাত জামান উচ্ছ্বাসের উদ্দেশে। ডি-বক্সে ঢুকে উচ্ছ্বাসের নিখুঁত শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বোকা বানিয়ে জাল খুঁজে পায়।
প্রথমার্ধেই আরও দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ৩২তম মিনিটে জোনাথন ফের্নান্দেসের ক্রসে এক ডিফেন্ডার হেড করার পর পেয়ে যান রবিনিয়ো। কোণাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৪২তম মিনিটে প্রায় একই শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রবিনিয়ো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে পরাস্ত করেন গোলরক্ষক আপেল মাহমুদকে।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোলে নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের বিশাল জয়। ৬৫তম মিনিটে রিমন হোসেনের ক্রসে খালিদ শাফিই ফ্লিক করার চেষ্টা করে পারেননি। তার পেছনে থাকা বেসেরা ব্যবধান বাড়ান।
৭৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেসেরা। ডান দিক থেকে আসা ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি আরামবাগের এক ডিফেন্ডার। বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন বংশোদ্ভূত এই চিলিয়ান ফরোয়ার্ড।
তিন মিনিট পর হ্যাটট্রিক পূরণ হয় রবিনিয়োর। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো