কষ্টের জয় মোহামেডানের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2021 06:00 PM BdST Updated: 09 Feb 2021 06:00 PM BdST
-
গোলের পর মোহামেডানের খেলোয়াড়দের উল্লাস। ফাইল ছবি
দাপুটে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরুর পর পথ হারানো মোহামেডান আরেকটি জয়ের দেখা পেয়েছে। এবার বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়েছে শন লেনের দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মঙ্গলবার পুলিশ এফসিকে ১-০ গোলে হারায় মোহামেডান। একমাত্র গোলটি করেন দলটির জাপানি মিডফিল্ডার উরু নাগাতা।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিকে নাগাতার হেড চোখের পলকে জালে জড়ায়। এ গোলেই পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল মোহামেডান।
সাত ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট মোহামেডানের। ছয় ম্যাচে তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া পুলিশ এফসির পয়েন্ট ৭।
দ্বিতীয় জয় পাওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছেন শন লেন। মোহামেডান কোচ দলকে দিচ্ছেন সামনের দিনগুলোতে আরও পরিশ্রমের তাগিদ।
“এ লিগ মৌসুমে এটি আমাদের দ্বিতীয় জয়। আমরা লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছি। জানতাম, আমরা যদি পরিশ্রম চালিয়ে যাই এবং সঠিক কাজটা করি, তাহলে জয় আসবে। জয় পাওয়ায় ছেলেদের নিয়ে আমি খুশি…এই জয় তারা অর্জন করেছে।
-
এক বছরের চুক্তিতে লস এঞ্জেলসে বেল
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’