আতলেতিকোয় বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা

আতলেতিকো মাদ্রিদের আরও দুই ফুটবলারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত কদিনে এ নিয়ে দলের ছয় ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানাল স্প্যানিশ লা লিগার দলটি।   

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2021, 09:59 AM
Updated : 9 Feb 2021, 10:17 AM

এক বিবৃতিতে সোমবার দুই মিডফিল্ডার তুমা লিমাঁ ও এক্তর এররেরার পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় আতলেতিকো।

গত সপ্তাহে দুই ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স ও মুসা দেম্বেলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে গত ৩০ জানুয়ারি উইঙ্গার ইয়ানিক কারাসকো ও ডিফেন্ডার মারিও এরমেসোর কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ হয়েছিল।

বর্তমানে এই ছয় জনের সবাই আছেন আইসোলেশনে। গত মার্চে বিশ্ব জুড়ে মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে এই নিয়ে দলটির মোট ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

অল্প কিছুদিনের মধ্যে ছয় ফুটবলের ছিটকে পড়ার প্রভাব কিছুটা হলেও পড়েছে তাদের মাঠের ফুটবলে। লা লিগায় ঘরের মাঠে সোমবার লুইস সুয়ারেসের জোড়া গোলের পরও সেল্তা ভিগোর বিপক্ষে ২-২ ড্র করে দিয়েগো সিমেওনের দল।

টানা আট জয়ের পর হোঁচট খাওয়া আতলেতিকো এক ম্যাচ কম খেলে লিগ শিরোপার লড়াইয়ে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে। ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৫১।

২১ ম্যাচ খেলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ৪৩ করে।