বিশ্বকাপের পর ইতালির দায়িত্ব ছাড়বেন মানচিনি

২০২২ সালের কাতার বিশ্বকাপের পর ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন রবের্তো মানচিনি। এরপর ক্লাব কোচিংয়ে ফেরার ইচ্ছা তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2021, 04:21 PM
Updated : 2 Feb 2021, 04:21 PM

২০১৮ সালের মে মাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেয়েছিলেন মানচিনি। তার কোচিংয়ে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সবকটি জিতে ২০২০ ইউরোর মূলপর্বে পা রাখে ইতালি। সম্প্রতি ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান ৫৬ বছর বয়সী এই কোচ।

“২০২২ কাতার বিশ্বকাপের পর আমি আর জাতীয় দলের কোচ থাকব না। আমি কোনো ক্লাবে কোচিংয়ে ফিরব।”

ইতালি দলে তার উত্তরসূরি হতে পারেন, এমন তিন জনের নামও বললেন দলটির সাবেক ফরোয়ার্ড মানচিনি।

“আমি জানি না, অনেক কোচ আছে যারা কাজটি করতে পারেন। উদাহরণস্বরূপ (মাস্সিমিলিয়ানো) আলেগ্রি, (কার্লো) আনচেলত্তি ও (জান পিয়েরো) গাসপেরিনি ইতালি জাতীয় দলের কোচ হতে পারে।”

ক্লাব ফুটবলে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ, তুরস্কের গালাতাসারাইয়ের পাশাপাশি ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো বড় দলের দায়িত্ব পালন করেছেন মানচিনি। তার হাত ধরে ২০১২ সালে ৪৪ বছরের মধ্যে প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতেছিল সিটি।