সব ম্যাচেই রোনালদোর গোল জরুরি না: পিরলো

টানা তিন লিগ ম্যাচে নেই গোল- নিশ্চিতভাবেই লম্বা সময়ের গোল খরা নয়। তবে নামটা ক্রিস্তিয়ানো রোনালদো বলেই উঠছে আলোচনা। ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো অবশ্য বললেন, সবসময়ই যে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল পেতে হবে ব্যাপারটা এমন নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2021, 11:10 AM
Updated : 31 Jan 2021, 11:11 AM

সেই সঙ্গে পিরলো এটাও জোর দিয়ে জানালেন, রোনালদোর গোল ছাড়াও জয় পেতে পারে তার দল।

সেরি আয় সাম্পদোরিয়ার মাঠে শনিবার ইউভেন্তুসের আক্রমণে খুব একটা ধার ছিল না। তবে ফেদেরিকো চিয়েসার গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে অ্যারন র‌্যামজির গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো।

২০১৯ সালের অগাস্টের পর এই প্রথম লিগে টানা তিন ম্যাচ গোলের দেখা পেলেন না রোনালদো। এটা ঠিক গোল খরা না হলেও রোনালদোর বেলায় একটু বেমানান। তবে তার গোল ছাড়াই জিততে পারার স্বস্তি পিরলোর কথায়।

“রোনালদোর গোল আমাদের জয়ের জন্য সবসময় গুরুত্বপূর্ণ নয়।”

“দ্বিতীয় গোলে সে দারুণ সহায়তা করেছে…আমরা তার ওপর নির্ভর করি না।”

এই জয়ে রোমাকে টপকে পয়েন্ট তালিকার তিনে উঠেছে ইউভেন্তুস। শীর্ষে থাকা এসি মিলানের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে তারা। ম্যাচও একটি হাতে আছে পিরলোর দলের।

টানা দশম লিগ জিততে খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি কিছু চান সাবেক মিডফিল্ডার পিরলো।

“ম্যাচজুড়ে আমরা খুব ভালোই করেছি, কিন্তু আমরা আরও ভালো খেলতে পারি।”

ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে মঙ্গলবার ইউভেন্তুসের প্রতিপক্ষ ইন্টার মিলান। এরপর শনিবার লিগে পিরলোর দল খেলবে রোমার বিপক্ষে।