ইতিহাস গড়ে কোচ ক্রেসপোর আগমনী বার্তা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2021 10:10 PM BdST Updated: 24 Jan 2021 10:10 PM BdST
-
কোপা সুদামেরিকানা শিরোপা হাতে দেফেন্সা ইয়া জাস্তিসিয়া কোচ এরনান ক্রেসপো।
-
এরনান ক্রেসপোর দল দেফেন্সা ইয়া জাস্তিসিয়ার কোপা সুদামেরিকানা জয় উদযাপন।
প্রথম সারির ফুটবলে মাত্র ছয় বছরের পথচলায় ক্লাব ফুটবলে লাতিন আমেরিকার দ্বিতীয় সেরা প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতল দেফেন্সা ইয়া জাস্তিসিয়া। তাদের অবিশ্বাস্য সাফল্যের মধ্য দিয়ে যেন ফুটবলের ডাগআউটে নিজের আগমণী বার্তা দিলেন দলটির কোচ, এক সময়ের তারকা ফরোয়ার্ড এরনান ক্রেসপো।
গত শনিবারের ফাইনালে স্বদেশি ক্লাব লানুসকে ৩-০ গোলে হারায় ক্রেসপোর দল। দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে অখ্যাত ক্লাবটিকে মহাদেশীয় শিরোপা এনে দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।
রিভার প্লেটের হয়ে পেশাদার খেলোয়াড়ি জীবন শুরু করা ক্রেসপো ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটান ইতালিতে। খেলেন পার্মা, লাৎসিও, এসি মিলান ও ইন্টার মিলানের হয়ে।
তার কোচিং ক্যারিয়ারের শুরুটাও ইতালিরই এক উপদ্বীপ মোদেনায়। সেখানে সুবিধা করতে না পেরে যোগ দেন আর্জেন্টিনার দল বানফিল্দে। সেখানেও হতাশাজনক ছোট্ট অধ্যায় শেষ করে যোগ দেন প্রতিবেশি ক্লাব জাস্তিসিয়ায়। এরপর নতুন গতি পায় তার পথচলা।

এরনান ক্রেসপোর দল দেফেন্সা ইয়া জাস্তিসিয়ার কোপা সুদামেরিকানা জয় উদযাপন।
দলটির উঠে আসায় ভূমিকা ছিল আগের দুই কোচ আরিয়েল হোলান ও সেবাস্তিয়ান বেকাসেসের। তাদের রেখে যাওয়া ধারাই এগিয়ে নিচ্ছেন ক্রেসপো।
ব্রাজিলের দল সান্তোসের বিপক্ষে ম্যাচের শেষ মিনিটে গোল খেয়ে লাতিন আমেরিকার শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস থেকে বিদায় নিয়ে ক্রেসপোর দল জায়গা পায় কোপা সুদামেরিকানায়। এরপর প্রতিযোগিতাটির ইতিহাসে কেবল পঞ্চম দল হিসেবে আপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।
জাস্তিসিয়াকে সাফল্যের মুকুট পরিয়ে কোচ হিসেবে বিশ্ব ফুটবলের নজর কাড়লেন ক্রেসপো। এখন তার ওপর নজর পড়তে পারে ইউরোপের বড় লিগের দলগুলোর।
-
বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
-
ফেদেরারের ‘র্যাঙ্কিং সেরার রেকর্ড’ ছুঁলেন জোকোভিচ
-
বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
-
বিশ্বকাপ বাছাইয়ে ‘হোম ম্যাচই’ থাকছে না বাংলাদেশের!
-
ফয়সালের দারুণ গোলে ব্রাদার্সের প্রথম জয়
-
আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে
-
পুলিশ এফসিকে উড়িয়ে দিল সাইফ স্পোর্টিং
-
চ্যাম্পিয়নশিপ লিগে জিতেই চলেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই