পিএসজিতে থাকবেন কি-না, ভাবছেন এমবাপে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2021 04:23 PM BdST Updated: 23 Jan 2021 04:23 PM BdST
-
পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
পিএসজি ছাড়তে পারেন কিলিয়ান এমবাপে-অনেক দিনের পুরনো গুঞ্জনটি সাম্প্রতিক সময়ে নতুন মাত্রা পেয়েছে। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে দু’পক্ষের আলোচনায় এখন পর্যন্ত তেমন অগ্রগতি নেই বলে গণমাধ্যমের খবর। ফরাসি ফরোয়ার্ডও বিষয়টি নিয়ে আছেন ভাবনায়। তবে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিলেন তিনি, নতুন চুক্তি করলে থাকবেন অনেক দিন।
লিগ ওয়ানে নিজেদের মাঠে শুক্রবার মোঁপেলিয়েকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ নিয়ে কথা বলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
“ক্লাবের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছি। বিষয়টা নিয়ে আমি ভাবছি, কারণ নতুন চুক্তি করলে লম্বা সময়ের জন্য করব।”
“এখানে খুব সুখে আছি, সবসময় ভালোই ছিলাম। সমর্থক, ক্লাব…সবসময় তারা আমাকে সাহায্য করেছে। এই কারণে আমি ক্লাবটির প্রতি কৃতজ্ঞ।”
গণমাধ্যমের খবর অনুযায়ী, এমবাপেকে ঘিরে পিএসজির অবস্থান ঠিক পরিষ্কার নয়। কারণ, ক্লাবের বিশেষ নজর নেইমারের চুক্তি নবায়নের দিকে। এখন পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে নাকি এমবাপেও কোনো আগ্রহ দেখাননি। এর পেছনের কারণ হতে পারে, রিয়াল মাদ্রিদ যে তাকে পেতে মরিয়া তা তিনি ভালো করেই জানেন।
“আগামী বছরগুলিতে আমি কী করতে চাই, কোথায় থাকতে চাই এসব নিয়ে ভাবছি।”
“আমাদের দ্রুত একটা সিদ্ধান্তে আসতে হবে, তবে আমি আপাতত এটা নিয়ে ভাবছি। সিদ্ধান্ত হয়ে গেলে জানিয়ে দিতাম।”
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা