হতাশা ভুলে এগিয়ে যাওয়ার প্রত্যয় বায়ার্নের

ট্রেবলের মুকুট পরে নতুন মৌসুম শুরুর পর সেপ্টেম্বরে ঘরে ওঠে আরেকটি শিরোপা। দারুণ সেই পথচলায় মৌসুমের মাঝপথে এসে হঠাৎ ছন্দপতন; বুন্ডেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে হারের কদিনের ব্যবধানে জার্মান কাপ থেকে ছিটকে পড়েছে বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় সারির দল হোল্সটাইন কিলের বিপক্ষে হারের হতাশা ভুলে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী দলটির কোচ হান্স ফ্লিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2021, 11:56 AM
Updated : 14 Jan 2021, 11:56 AM

জার্মান ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে বুধবার প্রতিপক্ষের মাঠে দুইবার এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি বায়ার্ন। যোগ করা সময়ের শেষ মুহূর্তে তারা দ্বিতীয় গোল হজম করলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। যেখানে ৬-৫ ব্যবধানে হেরে যায় গত দুইবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুর দিকে সের্গে জিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। লম্বা পাস ধরে ধারার বিপরীতে প্রথমার্ধেই সমতা টানেন ফিন বার্টেলস। দ্বিতীয়ার্ধের শুরুতে লেরয় সানের দুর্দান্ত ফ্রি কিকে আবার এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। আর ম্যাচের ৯৫তম মিনিটে ২-২ করে তাদের হতাশায় ডোবান প্রতিপক্ষ অধিনায়ক হাউকে ভল।

টাইব্রেকারে প্রথম ১০ শটেই গোল হওয়ার পর বায়ার্নের বদলি মিডফিল্ডার মার্ক রোকার শট বামে ঝাঁপিয়ে রুখে দেন কিল গোলরক্ষক। তাদের জয়সূচক গোলটি করেন অভিজ্ঞ বার্টেলস।

জার্মান কাপে গত দুইবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় সারির দল হোল্সটাইন কিলের গোল উৎসব।

পুরো ম্যাচে আধিপত্য করেও ছিটকে পড়ার হতাশা ম্যাচ শেষে লুকানোর চেষ্টা করেননি ফ্লিক।

“অবশ্যই এভাবে বিদায় নেওয়া বড় ধাক্কা। আমরা খুবই হতাশ। আমরা ট্রেবল ধরে রাখতে চেয়েছিলাম। সার্বিক দৃষ্টিকোণ থেকে, দল ভালো মনোভাব দেখিয়েছে।”

“পরিকল্পনা অনুযায়ী আমরা ম্যাচে আধিপত্য করেছি। খুবই হতাশার যে শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি খেয়েছি। আমাদের অবশ্যই কিলকে অভিনন্দন জানাতে হবে… তারা দারুণ লড়াই করেছে। আমাদের অবশ্যই এই ব্যর্থতা পেছনে ফেলে এগিয়ে যেতে হবে এবং উন্নতি করতে হবে।”

আগামী রোববার বুন্ডেসলিগায় ঘরের মাঠে ফ্রেইবুর্কের বিপক্ষে খেলবে বায়ার্ন।