লিগে বসুন্ধরা কিংসের শুভসূচনা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2021 06:39 PM BdST Updated: 13 Jan 2021 07:04 PM BdST
-
গোলের পর বসুন্ধরা কিংস খেলোয়াড়দের উল্লাস।
-
বল দখলের লড়াইয়ে উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা।
-
উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের নতুন আসর।
রাউল অস্কার বেসেরা গোল করলেন ও করালেন। আর্জেন্টাইন বংশোদ্ভূত এই চিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করল বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার লিগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে বেসেরা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মোহাম্মদ ইব্রাহিম।

বল দখলের লড়াইয়ে উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা।
কদিন আগে বসুন্ধরা কিংসের টানা দ্বিতীয় ফেডারেশন কাপ জয়ে পাঁচ গোল করে অবদান রেখেছিলেন বেসেরা।

উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছে প্রিমিয়ার লিগের নতুন আসর।
৭৫তম মিনিটে ম্যাচে ফেরার ভালো সুযোগ নষ্ট হয় উত্তর বারিধারার। ডি-বক্সের ভেতরে ঢুকে মিশরীয় ডিফেন্ডার আবদেল রহিমের বাঁ পায়ের জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়।
শেষ দিকে একাধিক আক্রমণ করেও ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ৮৭তম মিনিটে বেসেরার শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মতিন মিয়ার চিপও আটকিয়ে ব্যবধান বাড়তে দেননি মামুন।
করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যাওয়া গত লিগে প্রথম দেখায় উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের