বাছাইয়ের হোম ম্যাচ ‘হোমেই’ চায় বাংলাদেশ

আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। তিনটিই হোম ম্যাচ। করোনাভাইরাসের কারণে ম্যাচের ভেন্যু নিয়ে অবশ্য কিছুটা অনিশ্চয়তা জেগেছে। তবে বাংলাদেশের চাওয়া, ম্যাচগুলো যেন ঘরের মাঠেই হয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2021, 12:00 PM
Updated : 13 Jan 2021, 12:00 PM

গত ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি ৫-০ গোলে হেরেছিল তারা।

ওই ম্যাচের পর কোচ জেমি ডে কাতার থেকে ইংল্যান্ডে ফিরেছিলেন। আগামী বৃহস্পতিবার কোচ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

“কোচ আগামীকাল আসছেন। নিয়ম অনুযায়ী তিনি ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন। এরপর কাজ শুরু করবেন।”

আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো প্রাথমিক সূচি অনুযায়ী নিজেদের মাঠে খেলার ব্যাপারে দল অনড় বলে জানিয়েছেন নাবিল।

“আজকে বিশ্বকাপ বাছাইয়ে আমাদের এখনও তিনটি হোম ম্যাচ বাকি আছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। একটি ফেডারেশন এরই মধ্যে আমাদের প্রস্তাব দিয়েছে, বাকি ম্যাচগুলো তাদের ভেন্যুতে খেলার জন্য।”

“আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে বলেছি, বাকি যে ম্যাচগুলো আছে, তাদের মধ্যে কোনো ফেডারেশন এখনও তাদের হোম ভেন্যু দেয়নি। কেবল আমরাই সিলেটের নাম জানিয়েছি। আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের হোম ম্যাচগুলো নিজেদের মাঠে খেলার। এখন ফিফা বা এএফসি যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা চাই, আমাদের ম্যাচগুলো নিজেদের মাঠে খেলতে।