চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য হকি কোচের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 08:17 PM BdST Updated: 10 Jan 2021 08:17 PM BdST
-
ফাইল ছবি
ব্যক্তিগত কারণে গোলরক্ষক আবু সাঈদ নিপ্পন ছাড়া এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে রোববার যোগ দিয়েছেন সবাই। মাঠের লড়াই শুরুর আগে কোচ মাহবুব হারুন চাইছেন, শক্তিশালী চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শানিয়ে নিতে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামী ১১ মার্চ শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর। ছয় দলের এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ খেলবে মালয়েশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।
সোমবার থেকে মূল প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। তার আগে হবে কোভিড-১৯ পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ হওয়াদের নিয়ে শুরু হবে ক্যাম্প।
আগামী মাসে চীনের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। নিজেদের পরখ করে নিতে হারুন তাকিয়ে আছেন সেদিকেই।
“এখানে আমরা ছাড়া বাকি পাঁচ দল কেমন সেটা জানে সবাই। ওদের বিপক্ষে জিতে সেমি-ফাইনাল বা ফাইনাল খেলব, সেটা প্রলাপের মতোই বলা হবে। আমরা ভালো খেলার চেষ্টা করব।”
“ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চীনের জাতীয় দল আসতে পারে বাংলাদেশে খেলতে। ওদের সঙ্গে চারটা প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।”
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব