মেসিদের এভাবেই এগিয়ে যাওয়ার তাগিদ কোচের

আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দলের উজ্জ্বল পারফরম্যান্সে দারুণ খুশি বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। লিওনেল মেসি-পেদ্রিদের কাছ থেকে এতদিন ঠিক এমন খেলাই আশা করছিলেন তিনি। এই মানদণ্ড ধরেই এগিয়ে যাওয়ার তাগিদ দিলেন ডাচ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 10:13 AM
Updated : 7 Jan 2021, 10:37 AM

লা লিগায় বুধবার প্রতিপক্ষের মাঠে ইনাকি উইলিয়ামসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। সে ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো দলটি পেদ্রির গোলে দ্রুত সমতায় ফেরে। এরপর বিরতির আগে-পরে মেসির জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। শেষ দিকে মুনিয়াইন ব্যবধান কমালেও ৩-২ ব্যবধানে দারুণ জয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

বার্সেলোনার তিনটি গোলই ছিল দলীয় বোঝাপড়ার ফল। আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল কাতালান দলটি। মেসির দুটি শট পোস্টে বাধা না পেলে ব্যবধান হতে পারতো বড়। দলের এমন গোছালো পারফরম্যান্সে ভীষন খুশি কুমান। লক্ষ্যে এগিয়ে যেতে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিলেন তিনি।

“ঠিক এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আমার মনে হয়, পুরো সময় আমরা ম্যাচটি নিয়ন্ত্রণ করেছি।”

এই জয়ে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার তিনে উঠেছে বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে অবশ্য এখনও তারা ৭ পয়েন্টে পিছিয়ে। ম্যাচও দুটি কম খেলেছে মাদ্রিদের দলটি। তবে শিরোপার লড়াই এখনও উন্মুক্ত আছে বলেই মনে করেন কুমান।

বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। ছবি: বার্সেলোনা

“শিরোপার লড়াই এখনও উন্মুক্ত, কারণ মৌসুমটা অনেক লম্বা। চোট সমস্যা থাকতে পারে, দলগুলো ছন্দ হারাতে পারে এবং এখন যারা দারুণ গতিতে এগিয়ে চলেছে তারা দিক হারাতে পারে।”

সান মামেসে মেসি-পেদ্রির বোঝাপড়া ছিল দারুণ। অনেকের মতে, আর্জেন্টাইন তারকার হয়তো এটাই মৌসুমের সেরা পারফরম্যান্স। জোড়া গোল করে আসরে সর্বোচ্চ (৯টি) গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসা মেসির ভূয়সী প্রশংসা করেছেন কুমান।

“প্রথম দিন থেকেই মেসি নিজেকে উজাড় করে দিচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে সে অনেক বছর ধরে আছে। মনে হচ্ছে, এখন সে আরও বেশি কার্যকর। সবসময় সে তার সামর্থ্যের প্রমাণ দিয়েছে…এবং আজ সে দুটি গোলও করেছে।”

আলাদা করে ১৮ বছর বয়সী পেদ্রির প্রশংসা করতেও ভুল করেননি কুমান।

“বয়সের তুলনায় সে অনেক বেশি পরিণত খেলোয়াড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে মাথা খাটিয়ে খেলে।”

লিগে আগামী শনিবার বার্সেলোনার প্রতিপক্ষ স্বাগতিক গ্রানাদা।