হকির তারুণ্য নির্ভর প্রাথমিক দল

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তরুণদের প্রাধান্য দিয়েছেন কোচ মাহবুব হারুন। ক্যাম্পের জন্য ডাক পাওয়া ৩২ জনের মধ্যে ১৮ জনই অনূর্ধ্ব-২১ দলের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2021, 02:30 PM
Updated : 2 Jan 2021, 02:30 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১০ জানুয়ারি ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পরের দিন সবার কোভিড-১৯ পরীক্ষা হবে। ফল ‘নেগেটিভ’ আসা খেলোয়াড়দের নিয়ে হবে আবাসিক অনুশীলন।

আগামী ১১ থেকে ১৯ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছয় দলের প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।

প্রাথমিক দল: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, সোহানুর রহমান সবুজ, মেহেদি হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন রাব্বী, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ তপু, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর ক্ষীসা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন ও দেবাশিষ কুমার রায়।