কৌতিনিয়োর হাঁটুতে সফল অস্ত্রোপচার

বার্সেলোনার ফুটবলার ফিলিপে কৌতিনিয়োর হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2021, 12:37 PM
Updated : 2 Jan 2021, 12:37 PM

ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের সুস্থ্য হয়ে ফিরতে প্রায় তিন মাস সময় লাগবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি।

লা লিগায় কাম্প নউয়ে গত মঙ্গলবার রাতে এইবারের বিপক্ষে বার্সেলোনার ১-১ ড্র ম্যাচের যোগ করা সময়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন বদলি নামা কৌতিনিয়ো। পরদিন এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের বাম হাঁটুতে চোটের কথা জানায় বার্সেলোনা।

ধারে বায়ার্ন মিউনিখে সফল মৌসুম কাটিয়ে ফেরা কৌতিনিয়ো গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয়বার চোটে পড়লেন। অক্টোবরে বাম পায়ের পেশিতে পাওয়া চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলে ১৪ ম্যাচে তিন গোল করার পাশাপাশি দুটিতে সহায়তা করেছেন তিনি।

কৌতিনিয়োর লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া আরও শঙ্কটে ফেলে দিল বার্সেলোনাকে। আগে থেকে বাইরে আছেন দলের নিয়মিত সদস্য জেরার্দ পিকে, আনসু ফাতি ও সের্হি রবের্তো।

লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে পয়েন্ট তালিকার ছয়ে বার্সেলোনা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা।

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় বার্সেলোনার প্রতিপক্ষ ওয়েস্কা।