এলচের বিপক্ষে খেলবে আজার: জিদান

চোট কাটিয়ে দলে ফিরলেও গ্রানাদার বিপক্ষে পুরো ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয়েছিল এদেন আজারকে। লা লিগায় এলচের বিপক্ষে বেলজিয়ান ফরোয়ার্ডকে খেলানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 03:28 PM
Updated : 29 Dec 2020, 03:28 PM

গত ২৮ নভেম্বর আলাভেসের বিপক্ষে ২-১ গোলে রিয়ালের হারা ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন আজার। বড় দিনের ছুটির আগে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ দিয়ে দলে ফেরেন তিনি।

নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার রাত আড়াইটায় এলচের মাঠে খেলবে শিরোপাধারীরা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আজারকে নিয়ে নিজের পরিকল্পনা জানান জিদান। 

"আগামীকাল সে থাকবে এবং তাকে কিছুটা সময় খেলানোর পরিকল্পনা আছে।”

“ওই দিন (গ্রানাদা ম্যাচে) আমরা অন্যরকম ভেবেছিলাম। বেশ কয়েক দিন ধরে সে দলের সঙ্গে আছে এবং যতটুকু সম্ভব ততটুকু তাকে খেলাতে চাই।”

১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগের দুই নম্বরে আছে রিয়াল। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।