সুয়ারেসকে পেছনে ফেলে বর্ষসেরা গোল সনের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2020 12:31 AM BdST Updated: 18 Dec 2020 02:17 AM BdST
-
ছবি: ফিফা
নিজেদের ডি-বক্সের সামনে বল পেয়ে গতি আর পায়ের কারিকুরিতে অসাধারণ এক গোলের পুরস্কার পেলেন সন হিউং-মিন। উরুগুয়ের দুই খেলোয়াড় লুইস সুয়ারেস ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ জিতে নিলেন তিনি।
সুইজারল্যান্ডের জুরিখে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে একক নৈপুণ্যের দুর্দান্ত গোলটি করেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড সন। নিজেদের ডি-বক্সের মাথায় বল পান তিনি। দারুণ গতিতে এগিয়ে যেতে থাকেন। মাঝরেখা পেরুতে না পেরুতে পেছন থেকে তিন জন আর সামনে থেকে একজন ঘিরে ফেলেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ডকে। কিন্তু দারুণ দক্ষতায় তাদের এড়িয়ে যান সন।
বাঁ দিকে ছিলেন তিন জন, ডান দিক ফাঁকা দেখে সেদিকে কাট করে ভেতরে ঢুকে যান তিনি। সেদিক থেকে আসা এক খেলোয়াড়কে পেরিয়ে যান অনায়াসে। দারুণ গতিতে ডি-বক্সে পৌঁছে যাওয়ার সময়ও তার দুই পাশে পাহারায় ছিলেন দুই জন। সামনে শটের অপেক্ষায় ছিলেন গোলরক্ষক।
আরও কিছুটা এগিয়ে পেনাল্টি স্পটের কাছে গিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন সন।
সেরা তিনে থাকা বাকি দুটি গোলও কম দর্শনীয় নয়। লা লিগায় মায়োর্কার বিপক্ষে জোরালো ব্যাক হিলে অসাধারণ এক গোল করেছিলেন সুয়ারেস।
আর ব্রাজিলের সেরি আয় সেয়ারার বিপক্ষে চোখ ধাঁধানো গোলটি করেছিলেন দে আরাসকায়েতা। ডান দিক থেকে সতীর্থ ক্রস পেয়ে ডি বক্সের মাথা থেকে বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন ফ্লামেঙ্গোর এই অ্যাটাকিং মিডফিল্ডার।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’