দল গুছিয়ে নিল আবাহনী ও মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020 11:56 PM BdST Updated: 15 Dec 2020 11:56 PM BdST
-
-
ফাইল ছবি
নতুন মৌসুম সামনে রেখে দল গুছিয়ে নিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারুণ্য নির্ভর দল নিয়ে লড়াই করতে চায় মোহামেডান। ভারসাম্যপূর্ণ দল নিয়ে শিরোপায় চোখ আবাহনীর।
২০০৭-০৮ মৌসুমে প্রিমিয়ার লিগ নামকরণের পর এখনও শিরোপার স্বাদ পায়নি মোহামেডান। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ছয়বার শিরোপা উৎসব সেরেছে আবাহনী। ২০১৮-১৯ মৌসুমে তারা লিগের মুকুট হারায় বসুন্ধরা কিংসের কাছে।
২০১৯-২০ মৌসুমের লিগ শুরু হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চে স্থগিত হয়ে যায় খেলা। পরে মৌসুমই বাতিল করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে মঙ্গলবার ৩১ জনের দল দিয়েছে মোহমেডান। তারুণ্যনির্ভর দল নিয়ে কোচ শন লেন খুব বড় আশা দেখাতে রাজি নন। তবে প্রতিশ্রুতি দিয়েছেন সর্বোচ্চ চেষ্টার।
“লিগে যদি আমরা চারের মধ্যে থাকতে পারি, সেটা ভালো হবে। বড় অর্জন বলতে পারব। লিগে আমাদের চেয়ে ভালো দল রয়েছে। তাদের সঙ্গে লড়াই করে সেই জায়গায় যাওয়াটা কঠিন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
মাসিস সাইঘানির মতো তারকা ফিরে আসায় দল নিয়ে আরও বেশি আশাবাদী আবাহনী কোচ মারিও লেমোস। বসুন্ধরা কিংসের মতোই ঘরোয়া ট্রফিসহ এএফসি কাপেও সাফল্য প্রত্যাশা এই পর্তুগিজ কোচের।

ফাইল ছবি
আবাহনী: শহিদুল আলম সোহেল, রায়হান হাসান, ওয়ালী ফয়সাল, নাসিরউদ্দিন চৌধুরি, টুটুল হোসেন বাদশা, মামুনুল ইসলাম, সোহেল রানা, প্রাণতোষ কুমার দাস, ফ্রান্সিসকো রদ্রিগেস দি সৌজা, নাবীব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, জুয়েল রানা, আতিকুর রহমান মিশু, মামুন মিয়া, সাদ উদ্দিন, সোহেল রানা (২), রাফায়েল আগুস্তো সান্তোস দি সিলভা, সুলতান আহমেদ শাকিল, মাসিহ সাইঘানি, কেরভেন্স ফিলস বেলফোর্ড, নাজিম উদ্দিন, নাঈম মিয়া, হৃদয়, দিপক রায়, শামীম হোসেন, আরাফাত হোসেইন তাসিন, ফয়সাল আহমেদ, শাকির আহমেদ, সোহাগ হোসেন ও আল-আমিন হাসান আনাফ।
মোহামেডান: আহসান হাবিব বিপু, মাসুদ রানা মৃধা, কামরুল ইসলাম, মৌনজির কৌলিদিয়াতি, আতিকুজ্জামান, অনিক হোসেন, হাবিবুর রহমান সোহাগ, শ্যামল বেপারী, আমিনুর রহমান সজীব, সুলেমানে দিয়াবাতে, ইউসুফ সিফাত, শাহেদ হোসেন, ইমন খান, রাকিব খান ইভান, সোহানুর রহমান, মিঠু, সেইফ সামসাদ, উরি নাগাতা, আবিওলা নুরাত, ফরহাদ মনা, শাকিব আল হাসান, সাদাত হামিদ, আশরাফুল হক আসিফ, সাদেকুজ্জামান ফাহিম, জাহেদুল আলম, ইমরান হোসেন পাপ্পু, রাজীব হোসেইন, আমির হাকিম বাপ্পী, সুজন হোসেইন, রাকিব হোসেইন ও জাফর ইকবাল।
-
যুক্তরাষ্ট্রের গোলরক্ষককে দলে টানল আর্সেনাল
-
মানের জীবনবোধ: প্রাসাদ-বিলাসবহুল গাড়ি কী কাজে আসবে?
-
তিনবার পোস্ট পথ আগলে দাঁড়ালেও জিতল মোহামেডান
-
‘ভাগ্যের জোরে পিএসজি-চেলসি-সিটিকে হারিয়েছে রিয়াল’
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি