আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে দেম্বেলে

চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের আগে আরেক ধাক্কা খেল বার্সেলোনা। যে চোটের কারণে গত মৌসুমের অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে, সেই হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 02:31 PM
Updated : 6 Dec 2020, 02:31 PM

এক বিবৃতিতে রোববার ফরাসি এই ফুটবলারের ডান ঊরুতে চোটের বিষয়টি জানায় কাতালান ক্লাবটি। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি।

লা লিগায় শনিবার স্বাগতিক কাদিসের বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে বদলি নেমে দ্বিতীয়ার্ধের পুরো সময় মাঠে ছিলেন সব প্রতিযোগিতা মিলে মৌসুমে মোট ১২ ম্যাচ খেলা দেম্বেলে।

২০১৭ সালে ১০ কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেওয়া দেম্বেলে একের পর এক চোটের শিকার হয়ে মাঠের বাইরে কাটিয়েছেন অধিকাংশ সময়।

চোট সমস্যা যেন ঘিরে ধরেছে বার্সেলোনাকে। জেরার্দ পিকে, সের্হি রবের্তো ও আনসু ফাতি ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য। চোট কাটিয়ে ফেরার খুব কাছে আছেন ডিফেন্ডার সামুয়েল উমতিতি।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার ইউভেন্তুসের মুখোমুখি হবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বার্সেলোনা।