সেরে উঠেছেন কোচ জেমি ডে

কাতারের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য স্বস্তি হয়ে এসেছে প্রধান কোচ জেমি ডের করোনাভাইরাস মুক্ত হওয়ার খবর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 06:34 PM
Updated : 30 Nov 2020, 06:34 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার মধ্যরাতে ডের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ আসার কথা জানায়। বুধবার কোচকে কাতারে পাঠানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।

আগামী শুক্রবার কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ফিরতি লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডে বুধবার কাতার গেলে ম্যাচের বাকি থাকবে দুই দিন। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশটিতে গিয়ে তিন দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সময়টা কমিয়ে কোচের ডাগআউটে দাঁড়ানোর ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাফুফে।

গত ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে ডের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচের ডাগ আউটে ছিলেন না এই ইংলিশ কোচ। ১৯ নভেম্বর কাতারে যাওয়া দলের সঙ্গেও যোগ দিতে পারেননি তিনি।

২২ নভেম্বর আবারও পরীক্ষা করা হয়েছিল কোচের। সেসময়ও কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছিল।

ডের অনুপস্থিতিতে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস কাতারে দলের দেখভাল করছেন। তাকে সহযোগিতা করার জন্য পরে আরেক সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার রোববার কাতারে যান।

ডের অনুপস্থিতিতে কাতারে গিয়ে খেলা দুই প্রস্তুতি ম্যাচে আর্মি দলের কাছে ৩-২ এবং লুসাইল স্পোর্টস ক্লাবের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ।

গত বছর অক্টোবরে বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।