ম্যানচেস্টার সিটিতে যতটা না নেতা হতে পেরেছিলেন, তার চেয়ে বেশি কিছুর প্রত্যাশা নিয়েই চেলসিতে পাড়ি দিয়েছেন স্টার্লিং।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনের ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। এবারের আসরে রেকর্ড হয়েছে একটি। কিশোরীদের ডিসকাস থ্রোয়ে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার বিবি হাজেরা রেকর্ডটি (২৮ দশমিক ৯৬ মিটার) গড়েন। আগের রেকর্ড ছিল ২০০৭ সালে বিকেএসপির আয়শা আক্তারের (২৮ দশমিক ৩৪ মিটার)।
চারটি সোনা, আটটি রুপা ও সাতটি ব্রোঞ্জসহ ১৯টি পদক নিয়ে দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা। চারটি সোনা জিতে তৃতীয় হয়েছে মানিকগঞ্জ জেলা ক্রীড়াসংস্থা।
অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের নিয়ে হওয়া ১০০ মিটার স্প্রিন্টে ১১ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার স্বপন চৌধুরী। এ ইভেন্টের মেয়েদের বিভাগে ১২ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার রেখা আক্তার হয়েছেন প্রথম।