একদিন বার্সার প্রেসিডেন্ট হতে চান পিকে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 05:22 PM BdST Updated: 28 Nov 2020 05:22 PM BdST
যে কোনো পরিস্থিতিতে স্পষ্টভাষী হিসেবে পরিচিত জেরার্দ পিকে এবার জানিয়ে দিলেন তার খুব বড় এক চাওয়ার কথা। ভবিষ্যতে প্রিয় ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
এজন্য অবশ্য এখনও কোনো পরিকল্পনা ঠিক করেননি হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মঠের বাইরে ছিটকে যাওয়া এই তারকা ফুটবলার। তবে গত শুক্রবার মার্কায় সম্প্রচার হওয়া সিআরআইএস ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত তরুণদের সঙ্গে আড্ডায় এমন প্রশ্নের মুখে সোজাসাপ্টা উত্তর দেন পিকে।
“আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি না, কারণ আমি পারব না। আমি এখনও খেলোয়াড়, আর খেলোয়াড় থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। তবে ভবিষ্যতে কি হবে, কেউ জানে না।”
“সবাই জানে, আমি বার্সেলোনার বিশাল ভক্ত। ভালোবাসার ক্লাবকে সম্ভাব্য সেরা উপায়ে আমি সহযোগিতা করতে চাই। আর তাই প্রেসিডেন্ট হতে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত হওয়াটা জরুরি। যদি মনে হয়, আমি কিছু অবদান রাখতে পারব তাহলেই সে লক্ষ্যে যাব, নয়তো নয়। ভবিষ্যতে সিদ্ধান্ত নেব। এই স্বপ্ন আমার সবসময়ই ছিল। তবে ভবিষ্যতে এটি ঘটবে কি-না, আমি জানি না।”
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে