একদিন বার্সার প্রেসিডেন্ট হতে চান পিকে

যে কোনো পরিস্থিতিতে স্পষ্টভাষী হিসেবে পরিচিত জেরার্দ পিকে এবার জানিয়ে দিলেন তার খুব বড় এক চাওয়ার কথা। ভবিষ্যতে প্রিয় ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 11:22 AM
Updated : 28 Nov 2020, 11:22 AM

এজন্য অবশ্য এখনও কোনো পরিকল্পনা ঠিক করেননি হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য মঠের বাইরে ছিটকে যাওয়া এই তারকা ফুটবলার। তবে গত শুক্রবার মার্কায় সম্প্রচার হওয়া সিআরআইএস ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত তরুণদের সঙ্গে আড্ডায় এমন প্রশ্নের মুখে সোজাসাপ্টা উত্তর দেন পিকে।

“আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি না, কারণ আমি পারব না। আমি এখনও খেলোয়াড়, আর খেলোয়াড় থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। তবে ভবিষ্যতে কি হবে, কেউ জানে না।”

“সবাই জানে, আমি বার্সেলোনার বিশাল ভক্ত। ভালোবাসার ক্লাবকে সম্ভাব্য সেরা উপায়ে আমি সহযোগিতা করতে চাই। আর তাই প্রেসিডেন্ট হতে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত হওয়াটা জরুরি। যদি মনে হয়, আমি কিছু অবদান রাখতে পারব তাহলেই সে লক্ষ্যে যাব, নয়তো নয়। ভবিষ্যতে সিদ্ধান্ত নেব। এই স্বপ্ন আমার সবসময়ই ছিল। তবে ভবিষ্যতে এটি ঘটবে কি-না, আমি জানি না।”