নাদালকে হারিয়ে ফাইনালে মেদভেদেভ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচের পর এটিপি ফাইনালসের শেষ চার থেকে বিদায় নিলেন রাফায়েল নাদালও। রোমাঞ্চকর লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই তারকাকে হারিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 09:10 AM
Updated : 22 Nov 2020, 03:54 PM

লন্ডনে শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে ৫-৪ গেমে এগিয়ে সার্ভিসে ছিলেন স্প্যানিশ তারকা নাদাল। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা মেদভেদেভ।

ফাইনালে রোববার ২৪ বছর বয়সী মেদভেদেভের প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডমিনিক টিম।

দিনের প্রথম সেমি-ফাইনালে দুই ঘণ্টা ৫৭ মিনিটের আরেক জমজমাট লড়াইয়ে জোকোভিচকে ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে হারান গতবারের ইউএস ওপেনজয়ী টিম।

গ্রুপ পর্বে ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালকে হারিয়েছিলেন টিম। তার মতো মেদভেদেভও অপরাজিত থেকে ফাইনালে উঠলেন।