এখন রোনালদো আমার চেয়ে গতিময়: বোল্ট

বিশ্বের দ্রুততম মানব হিসেবে পরিচিত যিনি, সেই উসাইন বোল্ট মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো এখন তার চেয়েও দ্রুতগতির। ইউভেন্তুস ফরোয়ার্ডকে ‘সুপার অ্যাথলেট’ হিসেবে দেখেন অলিম্পিকে রেকর্ড আটটি সোনাজয়ী সাবেক এই স্প্রিন্টার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 12:53 PM
Updated : 14 Nov 2020, 12:53 PM

১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী বোল্ট অ্যাথলেটিক্সকে বিদায় জানান ২০১৭ সালে। এই জ্যামাইকান তারকা ২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ডে রেকর্ড গড়েছিলেন। আর ২০০ মিটার দৌড়েছিলেন ১৯.১৯ সেকেন্ডে।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে শুক্রবার দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে প্রশংসায় ভাসান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা বোল্ট।

“নিশ্চিতভাবে ক্রিস্তিয়ানো এখন আমার চেয়ে দ্রুতগতির। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। সে সুপার অ্যাথলেট।”

“তার খেলায় সে সবসময় সেরা...এই মুহূর্তে অবশ্যই সে আমার চেয়ে দ্রুতগতির।”