জেদ থেকে সুফিলের গোল

সোহেল রানার দারুণ পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নিলেন মাহবুবুর রহমান সুফিল। জার্সি খুলে বুনো উল্লাসে মাতলেন। সেরা একাদশে সুযোগ না পাওয়ার জবাবও যেন কিছুটা হলেও দিলেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 10:23 AM
Updated : 14 Nov 2020, 10:23 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে গত শুক্রবারের প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে সুফিলের করা ওই গোলে লাগাম চলে আসে বাংলাদেশের মুঠোয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় দিয়ে করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর মাঠে ফেরার ক্ষণ রাঙায় দল।

জাতীয় দলের মতো ক্লাবেও সেরা একাদশে সহসা ঠাঁই মেলে না সুফিলের। ২০১৮-১৯ মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ১৩ ম্যাচের ৫টিতে নেমেছিলেন বদলি। করোনাভাইরাসের থাবায় বাতিল হয়ে যাওয়া গত ২০১৯-২০ মৌসুমের লিগে চার ম্যাচের সবগুলোতেই ছিলেন বদলি। গত দুই লিগে পাননি গোলের দেখা!

২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল বদলি হিসেবে। লাওসের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করে অভিষেকের ক্ষণ রাঙিয়েছিলেন সুফিল। ওই বছরই সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে পান দ্বিতীয় গোল। দুই বছরেরও বেশি সময় পর নেপালের বিপক্ষে ম্যাচে এসে পেলেন তৃতীয় গোলের দেখা। এবং যথারীতি বদলি হিসেবে।

নিয়মিত সুযোগ না পাওয়ার জেদই নেপাল ম্যাচে ঢেলে দিয়েছেন সুফিল। জানালেন জাতীয় দলের কোচ জেমি ডে এবং বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুসনের প্রশংসা পওয়ার কথাও।

“আমি ঘরোয়া ফুটবলে দলে সেভাবে সুযোগ পাই কম। দলে অনেক ভালো খেলায়াড় আছে, সে কারণে হয়তো। সেখানে আমাকে লড়াই করতে হচ্ছে। তবে আমার মধ্যে জেদটা বেশি…খেলতে হবে। খেলার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।”

“যখন বল নিয়ে ঢুকছি, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দূরের পোস্ট খালি ছিল। গোলকিপারের পাশ দিয়ে বল জালে ফেলব। ডে শুভকামনা জানিয়েছে, যেমন খেলছি তা ধরে রাখতে বলেছে। অনেক দিন পর গোল পেয়েছি। ব্রুসনও অভিনন্দন জানিয়েছে। বলেছেন, গোলটা ভালো হয়েছে। এটা ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে।”