চোটে ছিটকে গেলেন রিয়ালের ভালভেরদে

দুঃসময় যেন পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। ভালেন্সিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ডান পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন মিডফিল্ডার ফেদে ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 02:47 PM
Updated : 9 Nov 2020, 02:57 PM

লা লিগায় রোববার ভালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হারা ম্যাচে চোট পান তিনি। পরীক্ষায় তার ডান পায়ের হাড়ে চিড় ধরা পড়ার বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় রিয়াল। সেরে উঠতে তার কতদিন লাগবে, তা জানানো হয়নি।

স্প্যানিশ পত্রিকা এএসের মতে, কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে ২২ বছর বয়সী এই ফুটবলারকে। তা বেড়ে হতে পারে দুই মাসও।

ম্যাচের ৬৫তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান দলের নিয়মিত খেলোয়াড় ভালভেরদে। এর ১১ মিনিট পর মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় টনি ক্রুসকে নামান কোচ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন এদের মিলিতাও, এদেন আজার ও কাসেমিরো। চোটে ভুগছেন দানি কারভাহাল, নাচো ফের্নান্দেস, ও আলভারো ওদ্রিওসোলা।  

স্বাভাবিকভাবেই উরুগুয়ের হয়ে চলতি মাসে কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে খেলা অনিশ্চিত ভালভেরদের।